মিষ্টি প্রেমের গল্পে আসছে আব্রাহাম তামিমের ‘মনচোরা’

তখন মুঠোফোন, কিংবা ইন্টারনেটের ছোঁয়া লাগেনি। ফোনে ফোনে তাই প্রেম। প্রেমের টানে গ্রাম থেকে মেয়েটি পালিয়ে আসার পর গড়ায় গল্প। আশি-নব্বই দশকের এমন মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে তরুণ নির্মাতা আব্রাহাম তামিমের ওয়েব ফিকশন ‘মনচোরা’।
বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফ্রেব্রুয়ারি) দাঁড়কাক ফিল্ম হাউজ চ্যানেলে মুক্তি পাবে ওয়েব ফিকশনটি।

পরিচালনার পাশাপশি চিত্রনাট্য সাজিয়েছেন আব্রাহাম তামিম। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘নতুন মুখ নিয়েই কাজটি করেছি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিথিলা সরকার এবং মাজহারুল ইসলাম। এক মিষ্টি প্রেমের গল্পের ওয়েব ফিকশন। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’
সংশ্লিষ্ট সংবাদ: ভালোবাসা দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
১৪ ফেব্রুয়ারি ২০২৩
১৪ ফেব্রুয়ারি ২০২৩