হিম হাওয়ায় শীতের আগমনী বার্তা
সুজলা-সুফলা আমাদের এই দেশ। ছয়টি ঋতুর মধ্যে চারটির সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। প্রতিটি ঋতুই তার ভিন্ন ভিন্ন রূপে, সৌন্দর্যে, বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এর মধ্যে শীত আমাদের কাছে হাজির হয় সম্পূর্ণ নতুন ও ভিন্ন আবেশে।হেমন্তের বিদায়ের পর পরই হিম হিম হাওয়া ও কুয়াশার চাদর গায়ে আগমন হয় শীতের। শীতের আগমনবার্তা নিয়ে প্রকৃতিও সাজে নতুন রূপে। এর সঙ্গে রয়েছে ঘাসের কোণে সকালবেলার সোনালি শিশির বিন্দু,...
সর্বাধিক ক্লিক
