নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে তিন যুবক গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল, ইয়াসমিনের সমর্থকদের সঙ্গে শমসের ও শাহাবুদ্দিনের লোকজনের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে দুই গ্রুপের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতভর চলে পাল্টাপাল্টি হামলা। এতে তিনজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জে চনপাড়ার পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ মামুন হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’