পিরোজপুরে ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত আশ্রয়কেন্দ্রগুলো
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পিরোজপুরে আজ শুক্রবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। পাশাপাশি হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রাস্তাঘাটেও কমেছে সাধারণ মানুষের উপস্থিতি।
এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষতির পরিমাণ যাতে কমিয়ে আনা যায় এজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া জেলার ২২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত এ বছরের মে মাসে ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হেনেছিল পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলসহ কয়েকটি জেলায়। তবে এতে পিরোজপুরে তেমন কোনো ক্ষতি হয়নি।