ভৈরবে প্রাথমিকের শ্রেষ্ঠ ১০ সহকারী ও প্রধান শিক্ষককে সম্মাননা
কিশোরগঞ্জের ভৈরবে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ১০ শিক্ষককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ভৈরব উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এই সম্মাননা দেওয়া হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।
সম্মাননা পেয়েছেন—সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন ২০১৯ সালের শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠপ্রধান শিক্ষক বাবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পলতাকান্দা সৃজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম মিয়া ও কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা বেগম লিপি এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা রত্না।
কমলপুর হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুর রশিদ, পলতাকান্দা সৃজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম মিয়া ও ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলীম রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ কবির হোসেন, শাহরিমা সুলতানা।