মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
মোংলা পৌর শহরের প্রধান বাজারে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ মূল্য তালিকা না থাকায় এক মুরগির দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা, একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় এক দোকানিকে এক হাজার, আরেক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বাজারের সব ব্যবসায়ীকে মূল্য তালিকা টানানোর জন্য সতর্ক করা হয়।
এর আগে গতকাল রোববার বাজার ঘুরে সবাইকে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। তাতেও তেমন কোনো কাজ না হওয়ায় অর্থাৎ ব্যবসায়ীরা সজাগ-সচেতন না হওয়ায় এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অগ্রাহ্য করায় আজ এ অভিযান চালান স্থানীয় প্রশাসনের কর্তারা।
যদিও এমন অভিযান নিয়ে স্থানীয় ক্রেতা সাধারণসহ বিক্রেতাদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্রেতাদের মত, এ অভিযান শুধু লোক দেখানো ছাড়া কিছুই না। মূল্য তালিকার অজুহাতে জরিমানা করা হয়েছে দুই তিনজনকে। কিন্তু রমজানে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে দ্বিগুণ, তিন গুণ হয়েছে, তাতে তো কোনো জরিমানা নেই।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক বিক্রেতার মতামত হলো, ‘উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে টাকা দিতে হয় আমাদের। সেই টাকা আসে কোথা থেকে, পণ্য বিক্রি করেই তো সেই টাকার ঘাটতি পূরণ করতে হয়। বিভিন্ন অনুষ্ঠানে টাকাও নিবেন আবার অভিযানের নামে জরিমানাও করবেন, এর মানে তো বুঝি না।’