সম্মতি ছাড়া নারীর ছবি পোস্ট করায় ২০ হাজার দিরহাম জরিমানা

বর্তমান পৃথিবীতে অনলাইনে ছবি, ভিডিও শেয়ার করা মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গোপনীয়তাকে একটি পবিত্র মূল্যবোধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে এজন্য কিছু কঠোর আইনও রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে অনলাইনে একজন নারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আবুধাবির একটি আদালত এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন। ভুক্তভোগী নারীকে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ ৬৪ হাজার ১৫৩ টাকা) দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালত আসামিকে বাদীর সম্মতি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও ভিডিও প্রকাশের জন্য দোষী সাব্যস্ত করেন।
আদালতের নথি অনুসারে, আসামি ওই নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তার সুনাম নষ্ট হয়। এতে তিনি মানসিকভাবে হয়রানি হন। এ কারণে ওই নারী আদালতে মামলা করেন।
আদালত বলেছে, গোপনীয়তার লঙ্ঘন একটি অন্যায় কাজ, যা ভুক্তভোগী নারীর নৈতিক ও মানসিক উভয় ধরনের ক্ষতিই করেছে। এজন্য ক্ষতিপূরণ অবশ্যই তার ক্ষতির পরিমাণের সমানুপাতিক হতে হবে।
আদালত আরও বলেছে, বাদী তার মানহানির জন্য ৫০ হাজার দিরহাম ক্ষতিপূরণ চেয়েছিলেন, কিন্তু তথ্যপ্রমাণে ভুক্তভোগীর উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি বা দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব দেখা যায়নি। তবে ওই নারীর মানসিক হয়রানি ও সুনাম ক্ষুণ্ণের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার দিরহাম যথেষ্ট।

একই ব্যক্তিকে এর আগেও অনলাইনে এক নারীর গোপনীয়তা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করেছিল আবুধাবির ফৌজদারি আদালত। গত মার্চে আপিল আদালতে তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায় বহাল রাখেন।