লক্ষ্মীপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরের সদর উপজেলায় গাঁজাসহ গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরের সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে গাঁজাসহ হুমায়ুন কবির (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব-১১। হুমায়ুনের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগরে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. নুরুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার চররুহিতা গ্রামে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে হুমায়ুন কবির পালিয়ে যেতে চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।