নীলফামারীতে ছয় বিএনপি-জামায়াতের কর্মী গ্রেপ্তার
নীলফামারীতে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
তাঁরা হলেন ডিমলা উপজেলার খালিশা চাপানী গ্রামের রেজাউল করিম (৪০), নটাবাড়ী গ্রামের মাহাবুবুল হক (৩০), আনোয়ারুল হক (৪৫) ও শালহাটি গ্রামের রহিম উদ্দিন (৩৩)। তাঁরা সবাই জামায়াতকর্মী।
এ ছাড়া জলঢাকা উপজেলার জামায়াতকর্মী কামরুল ইসলাম দুলাল ও ডোমার উপজেলার বিএনপিকর্মী জয়নাল আবেদীনকে ১৫১ ধারায় আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকালে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মো. মোস্তফা আবিদ, নীলফামারী