চট্টগ্রামে তিন দোকানে দুর্বৃত্তদের তাণ্ডব
চট্টগ্রামের লালখান বাজার এলাকায় একটি ইলেকট্রনিকস শোরুমসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন পাঁচজন। রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ট্রাকে দলবেঁধে এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে প্রথমে এসি বাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ইলেকট্রনিকস পণ্যের দোকানে হামলা ও ভাংচুর চালায়।
এ সময় প্রতিষ্ঠানের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের নির্বিচারে মারধর করা হয়। একই সময়ে পাশের এসি প্যালেস, এসি সেলস সেন্টার নামে দুটি দোকান এবং দোকানের সামনে থাকা প্রাইভেটকার ভাংচুর করে দুর্বৃত্তরা।
বন্দরনগরীর খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ফখরুদ্দিন আহমেদ মিনহাজ এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, ‘এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কেউ মামলা করতে থানায় আসেননি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পংকজ বড়ুয়া জানান, আহতদের মধ্যে মিঠুন চন্দ্র দাশ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।