মাগুরায় আত্মসমর্পণের পর বিএনপি নেতা জেলহাজতে
মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আজ মঙ্গলবার আত্মসমর্পণ করতে আসেন জেলা বিএনপির সদস্য সচিব আলী আহমেদ। ছবি : এনটিভি
মাগুরায় পেট্রলবোমার আঘাতে পাঁচ শ্রমিক হত্যা মামলার প্রধান আসামি জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পেট্রলবোমা হামলাসহ আলাদা চারটি মামলায় আজ বুধবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলী আহমেদ। তাঁর আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাহফুজা বেগম।
গত বছরের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-আড়পাড়া মহাসড়কের মঘির ঢালে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমার আঘাতে ট্রাকে থাকা পাঁচ শ্রমিক নিহত হন। পরদিন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সালাম বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে মাগুরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমাউল হক গত ১৬ আগস্ট আলী আহমেদকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা