আইনজীবীকে মারধর, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুল কবীর সাময়িক বরখাস্ত
আইনজীবীকে মারধর করার অভিযোগে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। এতে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল কবিরকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর ১২(১) অনুযায়ী রবিবার (১৮ জুন) থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হলো।
এ ছাড়া ময়মনসিংহ রেঞ্জ থেকে তাকে সরিয়ে সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, আইনজীবীকে মারধরের অভিযোগে আইনজীবী সমিতির দাবি ছিল তাকে বরখাস্ত করার।
গত ১৪ জুন দুপুরে নিজ অফিস কক্ষে আশিকুর রহমান নামে এক আইনজীবীকে মারধর করেন অতিরিক্ত ডিআইজি। পরে ভুক্তভোগী আইনজীবীর আবেদনক্রমে ১৫ জুন দুপুরে আইনজীবী সমিতি সভা ডেকে ওই পুলিশ কর্মকর্তার বরখাস্তের দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়।