অবরোধের সমর্থনে চট্টগ্রামে মিছিল
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর পঞ্চম দফার অবরোধের প্রথম দিন আজ বুধবার (১৫ নভেম্বর)। অবরোধের সমর্থনে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বাইরেও হয়েছে মিছিল। তবে, জেলার কোথাও গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
আজ সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় মিছিল করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমান। এ সময় আগ্রাবাদ সড়ক অবরোধ করে তারা। এ ছাড়া নগরীর আন্দরকিল্লাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ছাত্রদলের কর্মীরা।
দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় যানবাহন চলাচলে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা।
এদিকে, অবরোধের কারণে নগরীর সড়ক-মহাসড়কগুলো ছিল অনেকটা ফাঁকা। দূরপাল্লার কোনো পরিবহণ ছাড়েনি চট্টগ্রাম থেকে। রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত যানের চলাচলও ছিল হাতেগোনা। নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।