চাঁদপুরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় বিসিক শিল্পনগরীতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করায় এই দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রাতে এ তথ্য নিশ্চিত করেন বিএসটিআই জেলা অফিসের কর্মকর্তা (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
আমিনুল ইসলাম শাকিল বলেন, জেলা প্রশাসন, জেলা বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন এবং বিক্রয় করায় মেসার্স চাঁদনি ট্রেডিংকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে টমেটো সস উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স আরিয়ান ফুড প্রোডাক্টকে আট হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমান আদালতকে বিএসটিআই কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট্রোলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সহযোগিতা করেন।