ময়মনসিংহে আনসারের সঙ্গে ট্রাফিকিং করছে শিক্ষার্থীরা
স্বাভাবিক হতে শুরু করেছে ময়মনসিংহের জনজীবন। আজ বুধবার (৭ আগস্ট) নগরের বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা। বাইক আরোহীদের হেলমেট পরা এবং যানবাহন চালকদের ট্রাফিক আইনসহ শৃঙ্খলা মেনে চলাচলের জন্য পরামর্শ দিচ্ছে শিক্ষার্থীরা।
আজ সকালে ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তাঘাট ও আবর্জনা পরিষ্কার করে। পরিষ্কার করা হয় জয়নুল আবেদিন পার্ক। তারা ঘষেমেজে চিরচেনা রূপ দিয়েছে কবুতর চত্বরসহ বিভিন্ন নান্দনিক স্থাপনায়।