এনটিভি অনলাইনের সাংবাদিক সেখ ফয়সাল আহমেদের মা আর নেই
শোকের প্রতীকী ছবি
এনটিভি অনলাইনের সিনিয়র নিউজরুম এডিটর সেখ ফয়সাল আহমেদের মা মোসাম্মাৎ তৈয়েবা বেগম (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত ২টা ৫ মিনিটের দিকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত সেখ মতিনের স্ত্রী তৈয়েবা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাদের তিন সন্তান রয়েছে।
ছেলে ফয়সাল আহমেদ জানান, আজ বৃহস্পতিবার বাদ জোহর যশোরের নিজ গ্রামে সিএনবি মসজিদ প্রাঙ্গণে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর যশোর শহরের কারবালা এলাকায় স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
তৈয়েবা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছে এনটিভি কর্তৃপক্ষ। সেই সঙ্গে সেখ ফয়সালের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

এনটিভি অনলাইন ডেস্ক