যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরে আমিনুল ইসলাম সজল নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৪ নভেম্বর) রাত সোয়া ৭টায় সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজল খোলাডাঙ্গা এলাকার মুন্সিপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে।
স্বজনরা জানায়, সজল গাজীরবাজারে স্যানাটারি সামগ্রির ব্যবসা করেন। পাশাপাশি তিনি বাজার কমিটি ও শান্তি কমিটির সভাপতি ছিলেন। আজ রাত সোয়া ৭টার দিকে তিনি দোকান থেকে এশার নামাজ পড়তে বের হন। পথে খোলাডাঙ্গা সার গোডাউনের পেছনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের ধারণা, বাজার কমিটি ও শান্তি কমিটির নেতা হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সজলকে খুন করা হতে পারেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কে বা কারা কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফুল ইসলাম সজল, যশোর