ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
সাতক্ষীরায় গত বছরের ১৯ ডিসেম্বর ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডিবি পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় সদরের কাশিমপুর গ্রাম থেকে রফিকুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করে এবং তাঁর কাছে থাকা ছিনতাইয়ের তিন লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করে। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার মাস্টারমাইন্ড আলিমুদ্দিনকে (৪২) আজ সোমবার সকালে গ্রেপ্তার করা হয়। এই ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামি আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছেন। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা তোলার পর ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢালীপাড়া এলাকা থেকে ওই দুই কর্মচারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তারা ওবায়দুল্লাহ ও শওকত হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয়রা। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই মূল মাস্টারমাইন্ডসহ এই দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।