নানিয়ারচরে সেনা কর্মকর্তা হত্যায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/rangamati_naniarchar_arrest_pic.jpg)
রাঙামাটির নানিয়চরের ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার নিহতের ঘটনায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিখিল নাথ (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় নানিয়ারচর থানা পুলিশ।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০০৬ সালে নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে ক্যাপ্টেন মো. নুরুল আলম গাজী (২৪ ই বি) নিহত হন। হত্যা মামলার ১ নং আসামি ছিলেন নিখিল নাথ (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। তিনি একজন পাহাড়ি মহিলাকে বিয়ে করেন। সাবেক্ষং ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ সূত্র থেকে জানা যায়, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মো. নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হতে নিখিল নাথকে (৫০) আটক করে নানিয়ারচর থানা হেফাজতে নিয়ে যায়।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম জানান, ২০০৬ সালে ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে টহল দলে সন্ত্রাসী হামলায় ক্যাপ্টেন মো. নুরুল আলম গাজী (২৪ ই বি) নিহত হন। উক্ত ঘটনায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।