শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে রাস্তা বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি ডিসির

শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম। তিনি বলেন, একটি মহল পেইড এজেন্টের মাধ্যমে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছে। তারা ইন্ধন দিয়ে শ্রমিকদের রাস্তায় নামিয়ে সরকার ও প্রশাসনকে বিব্রত করতে চায়। কিন্তু কোনো অবস্থাতেই শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে রাস্তা বন্ধ করা যাবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির এক সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
এ সময় ডিসি আরও বলেন, ঈদের আগে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের বেতন-ভাতা ও পাওনাদি পরিশোধ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কোনো বিকল্প নেই।
সেই সঙ্গে স্থানীয় উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ, কলকারখানা অধিদপ্তরসহ গোয়েন্দা কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রেখে কোনো অবস্থাতেই যেন ঈদের আগে শ্রমিক অসন্তোষ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমদ মাসুদ, শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ, ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মামুন, শ্রম পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক এম.আইয়ুব আলী, সাংবাদিক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ গোয়েন্দা সংস্থা, বিজিএমই ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রম অসন্তোষ হতে পারে, এমন ১১টি কলকারখানার তালিকা চূড়ান্ত করেছে ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ইতোমধ্যে জেলা প্রশাসন ও শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ঈদের আগে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের বেতন-ভাতা ও পাওনাদি পরিশোধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।