প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে তাদের আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন—উপজেলার কাকফো গ্রামের মেহেদী হাসান (১৯), হাটদৌল গ্রামের রনি (২০), রাজিব হোসেন (২২) ও সিংড়া উপজেলার শেরকোল গ্রামের গোলাম মোস্তফা (২০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইলফোনে ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় মেহেদী হাসানের। গত ৫ মার্চ রাতে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মেহেদী। এর কিছু সময় পরে মেহেদীর তিন বন্ধু সেখানে গিয়ে ওই তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে দাবি করে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ধর্ষণের শিকার হওয়া তরুণীর মায়ের দায়ের করা মামলায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের আদেশে কারাগারে নেওয়া হয়েছে। ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’