রাজধানীর মোহাম্মদপুর থেকে ৫ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা ।
ডিএমপির উপকমিশনার (গণসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান আজ রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ফজলে রাব্বি (২৮), তানভীর ইসলাম কাল্লু (২২), আমির হামজা (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও মিলন (৪২)। এ সময় গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলামের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

নিজস্ব প্রতিবেদক