বাংলাদেশ পৃথিবীর ৪৭তম ক্ষমতাধর দেশ

ক্ষমতার দিক থেকে বিশ্বের ৪৭তম অবস্থানে আছে বাংলাদেশ। সংবাদ, ভোক্তা পরামর্শ, র্যাঙ্কিং ও বিশ্লেষণ প্রকাশ করা মার্কিন মিডিয়া কোম্পানি ইউএস নিউজ তাদের ওয়েবসাইটে বার্ষিক বিশ্লেষণে এ তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে আইয়ারল্যান্ড, ফিলিপাইন, জর্ডান, উজবেকিস্তান, কাজাখস্তান, চিলি, লেবানন, ওমান, মিয়ানমার, শ্রীলঙ্কা, মরোক্কো, হাঙ্গারি ও কম্বোডিয়া।
ইউএস নিউজের তালিকায় আরও দেখা গেছে, ক্ষমতাধর দেশের মধ্যে প্রথমে রয়েছে আমেরিকা। এরপর যথাক্রমে চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জাপান, সৌদি আরব, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও কানাডার অবস্থান। এ দেশগুলোর পর কানাডা, ইউক্রেন ও ইতালিসহ আরও ক্ষমতাধর দেশ রয়েছে।

১৯৯৫ সালে ইউএস নিউজ ডটকম চালু হয়। ২০১০ সালে তাদের সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন ছাপানো বন্ধ করে দেয়। এখন শুধু র্যাঙ্কিং সংস্করণগুলোই মুদ্রণ আকারে প্রকাশ করে গণমাধ্যমটি।