ঝালকাঠিতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মিজানের ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামের বাসিন্দা। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন।
মিজানের বড় ভাই রাজু বলেন, ‘গতকাল রোববার (২৭ এপ্রিল) রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে। পরে তাকে ৫০০ টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে রাতেই বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।’
ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)