নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁর সাপাহার ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ মে) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদ্রাসাপাড়া এলাকার সায়েম আলীর ছেলে ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৫)।
জানা যায়, ফরহাদ ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে জবই বিল ঘুরতে যাচ্ছিলেন। সৈয়দপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফরহাদ মারা যান। আহত রিফাত ও শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরহাদের মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অন্যদিকে, আতোয়ার হোসেন সাইকেলযোগে হাট থেকে বাড়ি ফেরার পথে মহাদেবপুরের নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ট্রাকের চাপায় আতোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। চালক ও ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।