পাবনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ মহড়া
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সহকারী কমিশনার ইশরাত জাহান পিয়া।
মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিদ্যুতের আগুন কিংবা তেলবাহী আগুনে কখনোই পানি দেওয়া যাবে না। গায়ে আগুন লাগলে দৌড়ানো নয়, বরং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভাতে হবে। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সঙ্গে সঙ্গে ৯৯৯ বা ১০২ নাম্বারে কল দিয়ে সহযোগিতা চাইতে হবে।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, আহতদের উদ্ধার কৌশল, নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি এবং বজ্রপাত থেকে রক্ষার উপায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, স্কাউট, বিএনসিসি, রোভার স্কাউটস এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা