গাছের খণ্ডাংশের সঙ্গে ধাক্কা, ৩০ মিনিট বন্ধ ছিল ট্রেন

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গাছের সাথে ধাক্কা লেগে আটকে যায়। ছবি : এনটিভি
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গাছের সাথে ধাক্কা লেগে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লাউয়াছড়া বনের মধ্যে প্রায়ই রেললাইনে গাছ পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস এনটিভিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর একটি গাছের খণ্ডাংশ পড়েছিল। ট্রেনটি আসার সময় ইঞ্জিনের সঙ্গে সেটি আটকে যায়, ফলে ট্রেনটি সাময়িকভাবে বনের মধ্যে আটকে পড়ে। পরবর্তীতে বন বিভাগ ও রেলওয়ে কর্মীরা যৌথভাবে গাছের খণ্ডাংশ অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।