বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। ভার্চুয়ালে এসময় যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক