মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী, যাত্রী ও দোকানপাটের ক্রেতারা ছুটোছুটি শুরু করেন। বুধবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে বাসস্ট্যান্ডের পাশে গাড়ির ভিড়ের মধ্য দিয়ে একটি সাদা পিকআপ ভ্যান দ্রুতগতিতে যায়। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ