নারায়ণগঞ্জে মিনিবাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে সড়ক ও জনপথ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মিনিবাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানি ঘটেনি।
কাচপুর মডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, রাতে মিনিবাসটির চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপথ অফিসের সামনে রেখে চলে যান। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণেও হতে পারে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)