গাজীপুরে টিনশেড কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই কলোনির প্রায় ১০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে কোনাবাড়ির জরুন এলাকায় রুমেল পাঠানের বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশেপাশের রুমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, খবর শুনে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয়। তিনি আরও বলেন, সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসেরও আগুন নেভাতে কিছুটা সমস্যা হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনশেডের কলোনির সবকটি, অর্থাৎ প্রায় ১০০টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। কোনো রুমের জিনিসপত্রই বের করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিক শাহ আলম বলেন, আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।
অন্য একজন ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, ‘কয়েকদিন আগে বেতন পাই। বেতনের সব টাকা রুমে ছিল। ও আল্লাহ, আমার সব শেষ হয়ে গেলো। রাতে-দিনে ডিউটি করা টাকা মুহূর্তের মধ্যে সব শেষ।’
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

নাসির আহমেদ, গাজীপুর