‘নির্বাচনকেন্দ্রিক সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব’
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের সরকার কেমন দেখতে চায়, আগামী দিনে দেশ কোন পথে এগোবে–এই বিষয়গুলো সাংবাদিকদের নিরপেক্ষ দৃষ্টিতে তুলে ধরার দায়িত্ব রয়েছে। নির্বাচনকেন্দ্রিক সব সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচয় ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলার প্রধান অর্থনৈতিক সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধির দিকেও নবাগত জেলা প্রশাসক নতুন কিছু পরিকল্পনার ইঙ্গিত দেন। জেলার রেল, লঞ্চ, বাস যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়েও তিনি আলোচনা করেন। এসব বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক বলেন, আমি চাঁদপুরে দিতে এসেছি, নিতে নয়। আপনারা আমার সহযোগী হবেন—আমি নিশ্চিত। আমি যা করব তাতে চাঁদপুর হাসবে। এমন কিছু করে যেতে চাই, যাতে আমার নাম সবার মনের মধ্যে থাকবে। আমরা সবাই চাঁদপুরের জন্য কাজ করব। আমি আমার সর্বোচ্চ দিয়ে যেতে চাই চাঁদপুরবাসীর জন্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিচালনায় এ সময় আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুরের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্তসহ স্থানীয় পত্রিকার সম্পাদকরা।

শরীফুল ইসলাম, চাঁদপুর