নবাবগঞ্জে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে দিনাজপুরের নবাবগঞ্জে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা। উদ্বোধনের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকে শুরু হওয়া এই চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত। মেডিকেল ক্যাম্পে ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুর থেকে আগত ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা বলেন, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে একযোগে বিনামূল্যে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় চোখ, নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, সার্জারি, ইউরোলজি, হৃদরোগ, চর্মরোগ, অর্থোপেডিক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৫ হাজার রোগী এই চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেছেন।
এদিকে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেতে সকাল থেকে উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শত শত রোগী উপস্থিত হন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের ভিড়ও ছিল লক্ষণীয়। ফলে রোগী ও নেতাকর্মীদের পদচারণায় মেডিকেল ক্যাম্পটি দিনভর উৎসবমুখর হয়ে ওঠে।

জাহিদুল ইসলাম, হিলি