গুলিবিদ্ধ বিএনপিনেতার মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুরের ঢালি কান্দীর কড়ই গাছতলা এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ শনিবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসান মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমানের একান্ত ব্যক্তিগত সহকারী উজ্জ্বল আহমেদ।
এদিকে হাসান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেন, হাসান মোল্লার হত্যাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে কঠোর বিচারের আওতায় আনতে হবে। আগামীতে যেন আর কোনো নেতাকর্মীকে এভাবে প্রাণ হারাতে না হয়, সেজন্য এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

মাসুদ রানা, ঢাকা মহানগর ও জেলা (কেরানীগঞ্জ)