এবার করোনায় আক্রান্ত পার্নো
কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এবার সেই তালিকায় যোগ হলো পার্নো মিত্রের নাম। সামাজিক পাতায় অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টুইট করে অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী পার্নো মিত্র এ খবর জানান। লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। গত সাত দিন যাঁরা আমার সঙ্গে ছিলেন, তাঁদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ পাশাপাশি মাস্ক না খোলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
আনন্দবাজার পত্রিকার খবর, চলতি বিধানসভা নির্বাচনের প্রচারের খাতিরে পার্নো মিত্রকে নির্বাচনি কেন্দ্র বরাহনগর (উত্তর) অঞ্চলে টানা দৌড়ঝাঁপ করতে হয়েছে। সংস্পর্শে আসতে হয়েছে বিভিন্ন মানুষের। সম্ভবত সে থেকেই তিনি করোনায় আক্রান্ত।
নির্বাচনি প্রচারে সামিল হয়ে পার্নোর মতোই করোনায় আক্রান্ত একাধিক কলকাতার তারকা ও রাজনৈতিক প্রার্থী। স্বামী রাজ চক্রবর্তীর প্রচারে যোগ দিয়ে করোনায় আক্রান্ত হন শুভশ্রী গাঙ্গুলি।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের খবর, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত হয়নি। গত পাঁচ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড হয়ে চলেছে। এ ছাড়া করোনায় মৃত্যুতেও আগের সব রেকর্ড ছাপিয়ে গত একদিনে ভারতে দুই হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।