করণের গ্যারেজে যুক্ত হলো দেড় কোটির গাড়ি
বলিউডের প্রখ্যাত নির্মাতা, প্রযোজক ও সঞ্চালক করণ জোহর বিলাসবহুল জিনিসপত্র কিনতে ভালোবাসেন। তাঁর সংগ্রহে রয়েছে বেশ কিছু দামি জিনিস। গাড়ি ভালোবাসেন তিনি। এবার তাঁর গ্যারেজে যুক্ত হলো নতুন গাড়ি। সম্প্রতি তিনি অডি এ৮ এল ব্রান্ডের গাড়ি কিনেছেন।
টাইমস অব ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামার খবর, করণ জোহরের নতুন গাড়ির দাম এক কোটি ৫৬ লাখ রুপি। অডি ইন্ডিয়ার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে রুপালি গাড়িটি স্পর্শ করে আছেন করণ জোহর।
করণ জোহরের সংগ্রহে রয়েছে মার্সিডিস মেব্যাচ এস৫০০, জাগুয়ার এক্সজেএল ও বিএমডব্লিউ ৫৭০ডি-র মতো দামি গাড়ি।
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দিয়ে পরিচালনায় ফিরবেন করণ জোহর। এর শ্রেষ্ঠাংশে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে এ সিনেমা শুটিং ফ্লোরে গড়াবে।

বিনোদন ডেস্ক