গায়ক তাসরিফ অসুস্থ, বেঁকে গেছে মুখের একপাশ
গত বছর জুনে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তরুণ গায়ক তাসরিফ খান। সেই থেকে আলোচনায়। ‘কুঁড়েঘর’ গানের দলের এই তরুণ গায়ক ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন।
এক ফেসবুক স্ট্যাটাসে তাসরিফ খান জানিয়েছেন, দুই দিন আগের কথা। রাতে খেয়ে কুলি করতে গিয়ে তরুণ জনপ্রিয় গায়ক তাসরিফ খান বুঝতে পারেন তিনি ঠিকমতো কুলি করতে পারছেন না। তার মুখ থেকে পানি অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। মুখের এক পাশে কিছুটা বাঁকা, সোজা হচ্ছিল না। কিছুটা ভয় পেয়ে যান তিনি। বাসায়ই বিশ্রাম নিচ্ছিলেন। অবশেষে জানতে পারলেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’-এ আক্রান্ত।
জানা গেছে, ‘ফেসিয়াল প্যারালাইসিসে’ আক্রান্ত হলে গাল, ঠোঁট ও নার্ভের কিছু অংশ কাজ করে না।
তাসরিফ জানিয়েছেন, ‘এটা একদমই হঠাৎ করে। আজ চিকিৎসক বলেছেন, কোনো একটা ভাইরাস থেকে এই রোগটা দেখা দিয়েছে। সবকিছু থেকে নিজেকে আপাতত সরিয়ে নিচ্ছি। ঈদের পর কাজে নিয়মিত হবো।’