তিনি চঞ্চল নাকি মৃণাল সেন...
টলিউডের সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। সিনেমার নাম ‘পদাতিক’, নির্মাতা সৃজিত মুখার্জি। উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন অবলম্বনে এই সিনেমা।
সেই সিনেমার নিজের গেটআপ দেখে নিজেই নিজেকে চিনতে পারছেন না চঞ্চল চৌধুরী।
মঙ্গলবার (১৬ মে) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই অভিনেতা লেখেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই..এটা কী মৃনাল সেন, নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সাথে অনেক খানি ভালোও লেগেছে। মেক আপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কি অসাধারণ কাজ।’
এই ছবি জনপ্রিয় পত্রিকা ভ্যারাইটিতে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে চঞ্চল তার পোস্টে আরও লেখেন, ‘মৃনাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা ‘ভ্যারাইটি’ মৃনাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে, আমার এবং পরিচালক সৃজিত মুখার্জী ও প্রযোজক ফেরদৌসুল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে।’
এই বছরই সিনেমাটি মুক্তি পাবে উল্লেখ করে অভিনেতা লিখেছেন, ‘বাবার সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃনাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ এর কাজ। এ বছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। প্রযোজকের ইচ্ছা একই সাথে দুই বাংলাতেই ‘পদাতিক’ মুক্তি দিতে চান।’
এই চরিত্রের জন্য সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখার্জী পদাতিক সিনেমাটি নির্মাণ করছেন। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি, এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য।’
এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি থাকবে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে। চলতি মাসে বায়োপিকটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক।
শুধু চঞ্চল নয় মৃণাল সেনের স্ত্রী গীতা সেন রূপে দেখা মিলেছে মনামী ঘোষের। তা ছাড়া যুবক মৃণাল সেনের লুকও সামনে এসেছে। এ লুকে ধরা দিয়েছে কলকাতার অভিনেতা কোরক সামন্ত।