নায়িকা নিকিতাকে বিয়ে করছেন জুবিন নটিয়াল?
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল ও চিত্রনায়িকা নিকিতা দত্তের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। বিভিন্ন আয়োজনে প্রায়ই তাঁদের একত্রে দেখা যায়। এবার কি সেই সম্পর্ক পরবর্তী ধাপে যাচ্ছে?
টাইমস অব ইন্ডিয়া ও বলিউড বাবলের খবর, বিভিন্ন রেস্তোরাঁ ও অনুষ্ঠানে একসঙ্গে বহুবার পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হয়েছেন জুবিন ও নিকিতা। সেই থেকে গুঞ্জন, তাঁদের মধ্যে কিছু একটা চলছে। তবে কখনওই এ যুগল তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
বলিউড অভিনেত্রী নিকিতা দত্ত ‘কবির সিং’ ও ‘দ্য বিগ বুল’ সিনেমার জন্য সুপরিচিত। সামাজিক মাধ্যমে অসংখ্য অনুরাগী-ভক্ত রয়েছে তাঁর। সেখানে নিত্যকার সুখকর মুহূর্ত ভাগাভাগি করেন নিকিতা।
কিছুদিন আগে নিকিতা একটি ছবি শেয়ার করেন, যেটি উত্তরাখণ্ডের দেরাদুনের। দেরাদুন জুবিনের জন্মস্থান। এই ইঙ্গিত অন্তর্জালে তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দেয়।
গুঞ্জন রয়েছে, জুবিনের নিবাসস্থল উত্তরাখণ্ডে নিকিতা সপরিবারে গিয়েছিলেন বিয়ের কথাবার্তা সারতে। আর মুম্বাইয়ে বিয়ের আলোচনা করতে নিকিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন জুবিন।
‘কবির সিং’ সিনেমার সেটে দেখা হয় জুবিন-নিকিতার। সামাজিক মাধ্যমে একে অপরের পোস্টে মন্তব্য করেন জুবিন ও নিকিতা। ভক্তদের বিশ্বাস, দ্রুতই এ যুগল বিয়ের পিঁড়িতে বসবেন। তবে গুঞ্জন সত্য হবে কি না, তা ভবিষ্যৎই বলে দেবে।