ফের পেছাল মুক্তির দিন
বলিউডের আলোচিত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এখন ব্যস্ত শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা নিয়ে।
আর সুপারস্টার হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ সিনেমাও প্রস্তুত মুক্তির জন্য। তবে করোনা মহামারির কারণে ফের পিছিয়ে গেল সিদ্ধার্থ আনন্দের এ সিনেমার মুক্তির তারিখ।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তির কথা ছিল ‘ফাইটার’ সিনেমার। তবে নির্মাতারা জানিয়েছেন, ২০২৩ সালের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এ সিনেমা প্রযোজনা করেছে ভায়াকম ১৮ স্টুডিয়োস, মমতা আনন্দ, রমণ চিব ও অঙ্কু পান্ডে।