ইউটিউবে চিৎকার ব্যান্ডের ‘হাতে হাত’
এ সময়ের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিৎকার’। সম্প্রতি তাঁদের গাওয়া ‘হাতে হাত’ গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গানের লাইনগুলো এ রকম ‘বাঙালি না বাংলাদেশি, এসব ভেবে পাকে চুল, রাজা রানির দেশটা এমন, মানুষগুলো ভেড়ার কূল।’
শ্রমজীবী মানুষদের কথা ভেবে গানটি গেয়েছেন বলে জানান চিৎকার ব্যান্ডের ভোকাল পদ্ম। গানের ভিডিওটি নির্মাণ করেছেন সৈয়দ দেলগীর। এতে মডেল হয়েছেন আনিকা, নেহাল ও নিধি। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন তৌহিদুর রহমান রুবেল।সম্পাদনা করেছেন আকাশ সরকার।
পদ্ম বলেন, ‘শাসক শ্রেণির অনেকে শ্রমজীবী মানুষদের ওপর অনেক অত্যাচার করে। শ্রমজীবী সাধারণ মানুষদের মূল্য তারা ঠিক ভাবে দিতে চায় না। আমাদের সমাজে এই চিত্রগুলো কমবেশি প্রতিদিনই আমরা দেখতে পাই। এসব চিন্তা করেই মূলত আমরা গানটি গেয়েছিলাম। ২০১৫ সালে গানটি আমাদের প্রথম অ্যালবামে প্রকাশিত হয়েছিল। এত দিন আমরা গানটির ভিডিও নানা কারণে করিনি। এখন থেকে আমাদের মোটামুটি সব গানের ভিডিও করার পরিকল্পনা আমরা করেছি। ’
পদ্ম আরো জানান, শিগগির তাঁদের আর একটি গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হবে। এ ছাড়া তাঁরা নতুন গানের অ্যালবাম করারও প্রস্তুতি নিচ্ছেন।

ফিচার ডেস্ক