ব্রাইডাল শোতে থাকছে চমক : শারমিন লাকী
“নির্দিষ্ট একটি থিম নিয়ে অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’। বিয়ে নিয়ে নির্মিত এই অনুষ্ঠানটি সব সময় জমকালোই হয়। ভিন্নধর্মী এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে আমার বেশ লাগছে। সাড়াও পাচ্ছি অনেক।” কথাগুলো বলছিলেন জনপ্রিয় উপস্থাপক শারমিন লাকী।
আরটিভিতে আজ রাত রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’। অনুষ্ঠানটির প্রযোজক শাহরিয়ার ইসলাম। এরই মধ্যে অনুষ্ঠানটি ২০০ পর্ব ছাড়িয়েছে। খুব শিগগির শুটিং শুরু হবে ২৫০তম পর্বের। আর এই পর্বটি সরাসরি টিভিতে প্রচার করা হবে। দর্শকদের জন্য খবর হলো, এই পর্বে শারমিন লাকীকে আবারও তাঁরা বধূবেশে দেখতে পাবেন। থাকবে আরো অনেক চমক। এমনটিই জানালেন শারমিন লাকী।
বিয়ে নিয়ে এই শোতে বিয়ের আগের প্রস্তুতি, এনগেজমেন্ট, হলুদসন্ধ্যার আয়োজন, কেনাকাটা, বিয়ের সাজ, পোশাক, গহনা, মেকআপ, কমিউনিটি সেন্টার, বিয়ের বিভিন্ন খরচসহ আরো দেখানো হয় ব্রাইডাল ফ্যাশন শো। এ ছাড়া তারকাদের বিয়ের খবরাখবরও দেওয়া হয়ে থাকে এই অনুষ্ঠানে।

নাইস নূর