রাফসান-জেফারের ছবি থেকে চোখ ফেরাতে পারছেন না সাফা কবির
দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই।
একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’
এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শোবিজের সহকর্মীরা। তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সাফা যেন নিজের আনন্দ ধরে রাখতে পারছিলেন না।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাফা কবির লিখেছেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ তোমাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’
রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন। দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করল।

বিনোদন ডেস্ক