বৈশাখী মেলায় একবারই গিয়েছি : মিম

‘পয়লা বৈশাখ আসার আগে থেকেই আমি অনেক খুশি খুশি থাকি। আর সাজপোশাকে বাঙালিয়ানার ছাপ তো থাকতেই হবে। আমি কখনই পয়লা বৈশাখে পাশ্চাত্য পোশাক পরি না। এবার পয়লা বৈশাখে আমার মাসহ দেশের বাইরে যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত ভিসা জটিলতায় আর যেতে পারিনি।’ এভাবে একটানা কথা বললেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
তাহলে এবারে বৈশাখে কী করবেন? এমন প্রশ্ন করতেই মিম বলেন, ‘পরিকল্পনা যা ছিল, তা ভেস্তে গেছে। আপাতত বাসায় থাকব। পরে যা করব পরিকল্পনা ছাড়াই।’
ছোটবেলায় পয়লা বৈশাখ কীভাবে উদযাপন করতেন—জানতে চাইলে মিম বলেন, ‘ছোটবেলায় আমরা কুমিল্লায় থাকতাম। বৈশাখী মেলা আমার অনেক পছন্দ ছিল। তবে কুমিল্লায় বৈশাখী মেলায় একবারই গিয়েছি। কারণ, মেলায় যাওয়ার প্রথম অভিজ্ঞতা আমার ভালো ছিল না। আমি তখন স্কুলে পড়ি। মেলায় যাওয়ার পরপরই কিছু ছেলে আমাকে অনুসরণ করে হাঁটতে থাকে। আবার অনেকে চিরকুটও দেয়। মেলায় সেদিন এই ঘটনা ঘটার পর আমি আর কোনোদিন বৈশাখী মেলায় যাইনি। আসলে সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’
তারকা হওয়ার পর বৈশাখে এ রকম ভোগান্তির শিকার হতে হয়েছে কি না—জানতে চাইলে মিম বলেন, “গত বছর পয়লা বৈশাখে ‘জোনাকির আলো’ ছবির প্রিমিয়ার শোতে যখন যাই, তখন নিজেকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা মনে হয়েছিল। সিনেমা হলে তো ভিড় ছিলই, কিন্তু আমাকে দেখার পর চার গুণ ভিড় বেড়ে যায়। মুহূর্তের মধ্যে কয়েক হাজার মানুষ জমা হয়। আমার বারবার মনে হচ্ছিল, এখনই অক্সিজেন বন্ধ হয়ে যাবে! একসময় এমন হলো যে আমার শাড়ির পিনও খুলে গেল। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে ছিল। নিরাপত্তাকর্মীরাও কিছুই করতে পারেননি। আমি তো অবাক! আমাকে দেখার আকর্ষণ থাকতেই পারে, তাই বলে আমার কথাও তো ভাবতে হবে। এর পর থেকে কান ধরেছি, বৈশাখী কোনো অনুষ্ঠানে আর যাব না।”