তিন শিল্পীর ‘শতেক ভুল’
এ প্রজন্মের জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী মিনার, সভ্যতা ও তানজীব। এবারই প্রথম তাঁরা একসঙ্গে অ্যালবামের জন্য গান গেয়েছেন। অ্যালবামের নাম ‘শতেক ভুল’। মাত্র তিনটি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।
তিনটি গানই লিখেছেন মাহমুদ মানজুর। গানের শিরোনামগুলো হলো ‘জানি কিছুই হয় না আমার’, ‘তোমাকে পেলে নিজেকে ফেলে’, ‘তুমি যে পথ ধরে’। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।
অ্যালবামটি নিয়ে মিনার বলেন, ‘জয় শাহরিয়ার আমার অনেক কাছের একজন। ভাবতে অবাক লাগে, আমরা এত বছর একসঙ্গে কোনো গান করিনি। এবার সেটি হয়ে গেল। আশা করছি, ভিন্ন মাত্রার কথা-সুরে তৈরি গানগুলো সবার ভালো লাগবে।’
জয় বলেন, ‘আমার দেখা এই শহরের সবচেয়ে অলস গীতিকবি মানজুর ভাই। আশা করছি তাঁর অলস কবিতায় সত্যিকারের প্রাণ দিতে পেরেছি আমি। এ ছাড়া মিনার, সভ্যতা ও তানজীব তিনজনই আমার খুব কাছের ও আদরের ভাইবোন। ওদের জন্য এবারই প্রথম গান করলাম। খুব আরাম পেয়েছি প্রজেক্টটি করে। ’
অ্যালবামটির প্রযোজক ও পরিবেশক সিএমভির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে শিগগিরই অ্যালবামটি ডিজিটালি প্রকাশ পাবে জিপি মিউজিক অ্যাপসে। এ ছাড়া সিডি আকারেও প্রকাশ করা হবে অ্যালবামটি।

ফিচার ডেস্ক