জয়ের সুর-সংগীতে গাইলেন ভারতের রূপঙ্কর
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী বাংলাদেশের জয় শাহরিয়ারের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। সংগীতায়োজন করেছেন চয়ন চক্রবর্তী। গানটির শিরোনাম ‘আধারের বৃষ্টিতে’। গানের প্রথম লাইনগুলো হলো , ‘আঁধারের বৃষ্টিতে, ভিজে যায় চোখ/ভাষাহীন দৃষ্টিতে, পাথুরে শোক/আজো আমার মন শহরে নামেনি রোদ্দুর/বন্ধু তোমার ফেরার পথ বলো আর কদ্দূর।’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। আসছে ঈদে সিএমভির ব্যানারে গানটি প্রকাশ করা হবে। এ ছাড়া জিপি মিউজিকে গানটি শ্রোতারা শুনতে পারবে বলে জানিয়েছে সিএমভি।
গানটি প্রসঙ্গে রূপঙ্কর বাগচী বলেন, ‘আমি সিলেটের ছেলে। বাংলাদেশের কাজ করতে সব সময়ই ভালো লাগে। আগেও বেশ কিছু গান করেছি। তবে এই গানকে একেবারে স্পেশাল মনে হয়েছে। জয়ের সুর-সংগীত, রবিউল ইসলাম জীবনের কথা দুই মিলিয়ে অসাধারণ। আশা করি সবার গানটি ভালো লাগবে।’
অন্যদিকে জয় শাহরিয়ার বলেন, ‘রূপঙ্কর বাগচীর গায়কী আমার খুব পছন্দ। হঠাৎ মনে হলো তাঁর জন্য একটি গান বানাই। গানের কথাগুলো তাঁকে শোনানোর পর তিনি গানটি খুব পছন্দ করেন। বেশ যত্ন নিয়ে তিনি গানটি গেয়েছেন।’
রূপঙ্কর বাগচীর গাওয়া জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে , ‘গভীরে যাও’ (বাইশে শ্রাবণ), ‘রূপকথা’ (অপরাজিতা তুমি), ‘সহসা এলে তুমি’ ও ‘এ তুমি কেমন তুমি’(জাতিস্মর) ও ‘চুপি চুপি রাত’(চলো, লেটস গো)।

নাইস নূর