ঈদে আসছে লিজা ও নদীর ‘চাঁদমুখ’
গানের রিয়েলিটি শো থেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন লিজা ও নদী। এ প্রজন্মের কাছে এরই মধ্যে তারা পেয়েছেন পরিচিতি। আর সেই পরিচিতিকে কাজে লাগিয়েই এই দুই সংগীত তারকা বের করতে যাচ্ছেন একটি অ্যালবাম। অ্যালবামে থাকবে ছয়টি গান। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘চাঁদমুখ’। সেখানে আলাদাভাবে তিনটি করে গান করেছেন তাঁরা দুজন।
অ্যালবামে নিজের গান প্রসঙ্গে লিজা বলেন, ‘আমার একটি গান একটু ব্যান্ডের গানের আদলে, একটু রক ঘরানার, অন্য দুটি মেলোডিয়াস। মেলোডিয়াস আগে করলেও, রক টাইপের গান এবারই প্রথম করেছি। আমি চেষ্টা করি, নতুন কিছু করতে যা শ্রোতারা এর আগে পছন্দ করেছে, আশা করি এবারও সবার ভালো লাগবে।’
একসঙ্গে এক অ্যালবামে গান করা লিজা ও নদীর কাছে নতুন অভিজ্ঞতা। এ প্রসঙ্গে নদী বলেন, ‘আমাদের দুজনেরই আলাদা ভক্তশ্রোতা আছেন। তাই অ্যালবামটি বেশি শ্রোতাদের কাছে পৌঁছাবে। আমার গানগুলো একেকটা আলাদা টাইপের। আশা করছি শ্রোতারা আমাদের গান পছন্দ করবেন।’
অ্যালবামের সবকটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরূপ, রেজোয়ান শেখ ও মেহতাজ। আগামী ঈদে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এক্সক্লুসিভ জিপি মিউজিকে শোনা যাবে যাবে ‘চাঁদমুখ’ অ্যালবামের গানগুলো।

মাজহার বাবু