মিউজিক ভিডিওতে আজাদ-নীলাঞ্জনা!
এ সময়ের জনপ্রিয় মডেল এ কে আজাদ ও নীলাঞ্জনা নীলা। অভিনয় করেও তাঁরা বেশ সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি সংগীতশিল্পী বেলাল খান ও মেরীর গাওয়া দ্বৈত একটি গানের মডেল হয়েছেন তাঁরা দুজন। ‘একটা গল্প’ নামের গানটি লিখেছেন সোমেশ্বর অলি। গানটির সংগীতায়োজন করেছেন বেলাল নিজেই।
এ ছাড়া গানের ভিডিওতে বেলাল খান ও মেরীও আছেন। বর্ণ চক্রবর্তীর পরিচালনায় মিউজিক ভিডিও প্রযোজনা করেছে মোবাইল ভাস প্রোভাইডার প্রতিষ্ঠান এ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড। সংগীতশিল্পী বেলাল খান বলেন, ‘গানটি খুব যত্ন করে করেছি। আমার সঙ্গে মেরী ভালোই গেয়েছেন। আশা করছি ভিডিওটি শ্রোতা ও দর্শকদের মন মাতাবে।’
অন্যদিকে, এ্যাডবক্সের সিইও শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দর্শক-শ্রোতাদের ব্যতিক্রম কিছু মিউজিক ভিডিও উপহার দিতে চাই। এ দেশের মানুষের বাংলা গান শোনা ও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।’
মডেল এ কে আজাদ ও নীলাঞ্জনা নীলা জানান, গানটির মডেল হয়ে তাঁরা দারুণ সাড়া পাচ্ছেন।
গানটির ইউটিউব লিংকঃ

ফিচার ডেস্ক