বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড় : রণবীর সিংয়ের রেকর্ড ওপেনিং
শুক্রবার মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দিনই দর্শকদের বিপুল সাড়া এই সিনেমাকে নিয়ে গেছে বছরের অন্যতম আলোচিত ওপেনিংয়ের তালিকায়।
বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান সাচনিল্ক জানিয়েছে, প্রথম দিন ২৭ কোটি রুপি আয় করে যাত্রা শুরু করেছে ‘ধুরন্ধর’। এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং।
অন্যদিকে বলিউড মুভি রিভিউজের হিসাবে, প্রথম দিনের আয় ২৪ কোটি রুপি। বক্স অফিস বিশেষজ্ঞরা আগে ধারণা করেছিলেন—উদ্বোধনী আয় থাকবে ১৫ থেকে ১৮ কোটি রুপির মধ্যে। কিন্তু সিনেমাটি সেই সকল পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।
এমনকি সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের ২১.৫০ কোটি রুপির আয়কেও পেছনে ফেলেছে রণবীরের নতুন সিনেমা।
একই সঙ্গে রণবীরের নিজের ব্লকবাস্টারগুলোর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি, আর ‘সিম্বা’ করেছিল ২০.৭২ কোটি রুপি।
এনডিটিভির প্রতিবেদন বলছে, মুক্তির প্রথম দিনে সারা ভারতে গড় দর্শক উপস্থিতি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪,০০০টির বেশি শো নিয়ে শুরু করা হলেও সন্ধ্যার শোতে অকুপেন্সি ৫৫ শতাংশের বেশি হয়ে যায়।
আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে।

বিনোদন ডেস্ক