নভেম্বরে ঢাকায় আন্তর্জাতিক লোকসংগীত উৎসব
সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক লোকসংগীত। লোকসংগীত শুধু বাংলার মানুষের জীবনধারা নয়, বরং বিভিন্ন ধর্মের প্রার্থনায়, বিভিন্ন মানুষের বৈচিত্র্যময় জীবনযাপনে জড়িয়ে আছে দারুণভাবে। লোকসংগীতের চর্চা এবং প্রসারের জন্য গত বছর আয়োজন করা হয়েছিল ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৫’।
বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার এই অসাধারণ উৎসবে অংশ নিয়েছিল দেশের সর্বস্তরের মানুষ। দেশজুড়ে সাড়া-জাগানো ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৫’-এর সাফল্যের ধারা অব্যাহত রাখতেই দ্বিতীয়বারের মতো সান ইভেন্টস আয়োজন করছে তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬’।
রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শক উপভোগ করতে পারবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড়সন্ধানী গানগুলো।
দেশ-বিদেশের শতাধিক লোকশিল্পী এ উৎসবে অংশগ্রহণ করবেন। গতবারের আসরের মতো এবারও দর্শক বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।
১ নভেম্বর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। এ জন্য DHAKAINTERNATIONALFOLKFEST.COM ওয়েবসাইটটিতে গিয়ে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল/কলেজের আইডি কার্ড প্রয়োজন হবে।
রেজিস্ট্রেশন সফল হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র প্রিন্ট বা সংগ্রহ করতে হবে। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেজটিতে পাওয়া যাবে আয়োজনের সব তথ্য।
অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেজটি এবং এর নিজস্ব ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ থাকবে। বিস্তারিত জানার জন্য কল করতে হবে ১৬৩৭৪ নম্বরে।
এ উপলক্ষে গতকাল রোববার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান ইভেন্টসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, গ্রামীণফোনের অ্যাকটিং সিইও ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আযমান, ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমরানুল হক, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ফরহাদ আহমেদ, মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

ফিচার ডেস্ক